অ্যাপে আয় হবে বিলিয়ন ডলার

২৭ জানুয়ারি, ২০২০ ২০:৩৪  
মোবাইল অ্যাপ বানিয়েই দেশের তরুণরা বিলিয়ন ডলার আয় করতে পারবে বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (২৭ জানুয়ারি) সামিজক নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন ৭১’ এর উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। পলক বলেন, বিশ্বে প্রায় ৪০০ বিলিয়ন ডলারের অ্যাপ মার্কেট রয়েছে। এটি আগামী ২৫ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি হবে। তাই আমাদের অ্যাপ ডেভেলপাররা যদি তাদের মেধা কাজে লাগিয়ে যোগ্যতা অর্জন করতে পারে তাহলে আমরা বাংলাদেশে বসেই বিলিয়ন ডলার আয় করতে পারি। আর এই সুযোগ কাজে লাগাতে সরকার মোবাইল অ্যাপস অ্যান্ড ডেভলপমেন্ট প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের অধীনে ১০ হাজার অ্যাপ ও গেম ডেভেলপার তৈরি করা হচ্ছে। বাংলাদেশেও ইতিমধ্যে হিরোজ অব ৭১, মুক্তিক্যাম্পের মতো জনপ্রিয় গেম তৈরি হয়েছে। এগুলো মিলিয় মিলিয়ন ডাউনলোড হয়েছে। আমরা এখন অ্যাপ্লিকেশনে মনোযোগ দিয়েছে। আমাদের ছেলেরাই মুজিব বর্ষে শেখ হাসিনার লেখা বঙ্গবন্ধুর জীবনীর মুভি তৈরি করছে। তিনি বলেন, এখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি হয়েছে। আইটিতে ১০ লাখ তরুণের কর্মসংস্থান হয়েছে। তিনি বলেন, অধিকাংশ ভালো মানুষের নিরবতার কারণে গুটি কয়েক অপরাধীদের মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে। এই প্রতিরোধ গড়ে তোলার ডিজিটাল প্লাটফর্ম সামিজক নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন ৭১’। এটি ব্যবহারকারীর এক দুই কিলোমিটার এলাকার মধ্যে নিজের বিপদের কথা জানাতে পারবে। তিনি আরো বলেন, ২০১৭ সালে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় বিশ্বের প্রথম মানব রোবট প্রদর্শনের পর, বাংলায় কথা বলতে সক্ষম এক ডজন মানব রোবট তৈরি করেছে দেশের তরুণেরা। তারা কোনো ভাবেই সোফিয়ার চেয়ে কম নয়। এসময় বাংলাদেশ আজ পরনির্ভরশীল নয় উল্লেখ করে প্রাণ গ্রুপকে অ্যাঞ্জেল ইনভেস্টর হওয়ার আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী। টেকনো ৭১ উদ্যোক্তা হাসান ইশতিয়াক সুমন স্বাধীন ৭১ অ্যাপটি তৈরি করেন। দৈনিক মুক্ততথ্য সম্পাদক কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, মাহেদী প্রােপার্টিজ এর চেয়ারম্যান কেএম মাহেদী হাসান প্রমুখ।